টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
চ্যাম্পিয়নস ট্রফির খেলার আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ১২.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৯ রান।
ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, হ্যারি ব্রুক, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন।
নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’দাউদ, ওয়েসলি বেরেসি, কলিন অ্যাকারম্যান, তেজা নিদামানুরু, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।