করোনা পরিস্থিতি ভয়াবহ হলে গণপরিবহন বন্ধ করবে সরকার
করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি খারাপ অবস্থায় গেলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ২০ জন। ইতোমধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে একজনের।
তবে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে সারাদেশে বাস, ট্রেন ও নৌ চলাচল বন্ধ করে দেবে সরকার। এমনটাই জানান রেলপথমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি ট্রেন ও স্টেশনে সতর্কতার ব্যবস্থা নিয়েছি। এই মুহূর্তে কমলাপুর, বিমানবন্দর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ বড় বড় রেল স্টেশনে যাত্রী প্রবেশ করার আগে হ্যান্ড মেশিনে যাত্রীর শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, তারপর ট্রেনে উঠতে বলা হচ্ছে। এসব স্টেশনগুলোতে চিকিৎসকসহ রেলওয়ে স্টাফরা সহযোগিতা করছেন।
ট্রেনগুলো জীবাণুমুক্ত করতে যাত্রী ওঠার আগে আসন ও হাতলগুলো পরিষ্কার করা হচ্ছে দাবি করে তিনি বলেন, ট্রেনগুলো জীবাণুমুক্ত করতে পর্যাপ্ত পরিমাণ জীবাণুনাশক ওষুধ নেই। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।