সাকিবকে পাথর মারার হুমকি দিলেন ম্যাথুসের ভাই
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। যা নিয়ে আলোচনা–সমালোচনার কেন্দ্রে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কেউ কেউ আউটের জন্য টাইগার অধিনায়কের আবেদন করার ঘটনাকে সমর্থন করলেও অনেকেই এর বিরোধিতা করেছেন।
এবার সাকিবকে নিয়ে মুখ খুলেছেন ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুসও। সাকিবের টাইমড আউটের আবেদনকে হতাশাজনক বলে তিনি জানান শ্রীলঙ্কায় গেলে তাঁর ওপর পাথর ছুড়ে মারা হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ডেকান ক্রনিকলকে ম্যাথুসের ভাই ট্রেভিন বলেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশের অধিনায়কের খেলোয়াড়সুলভ চেতনা ছিল না। ভদ্রলোকের এই খেলার প্রতি সে মোটেই মানবিক আচরণ দেখায়নি।’
শুধু এটুকুই নয়, সাকিব শ্রীলঙ্কায় গেলে বিরূপ পরিস্থিতিতে পড়তে পারেন বলেও মন্তব্য করেন ট্রেভিন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে আন্তর্জাতিক ম্যাচ কিংবা এলপিএলের (লঙ্কান প্রিমিয়ার লিগ) কোনো ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে। কিংবা তাকে এখানে ক্ষুব্ধ সমর্থকদের তোপে পড়তে হবে।’