আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশের প্রতিটি স্তরে নানা রকম অনিয়ম হচ্ছে : দুদক কমিশনার

জাপানের মানুষ জানেই না দুর্নীতি বা ঘুষ কী জিনিস। সে জন্য সেখানে দুর্নীতি দমন কমিশন নেই। বাংলাদেশের প্রতিটি স্তরে নানা রকম অনিয়ম হচ্ছে। এসব কারণেই এতো টাকা বরাদ্দের পরও দেশে এখনো নানা সংকট রয়ে গেছে। বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান।

আজ বুধবার ( ৩০ মার্চ) মাদারীপুরে সমন্বিত সরকারি অফিস ভবনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের উদ্বোধনী আনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. মোজাম্মেল হক খান বলেন, অফিসের একটি টাকাও ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যাবে না। চা পান করলেও সেটাও নিজের বেতনের টাকা দিয়ে কিনে পান করতে হবে। সরকারের প্রতিটি বরাদ্দ জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে।

দুদক কমিশনার বলেন, মাদারীপুরে এখন অনেক বড় বড় প্রকল্প হচ্ছে। সরকার কোটি কোটি টাকা এখানে বরাদ্দ দিচ্ছে। তাই মাদারীপুরে দুদকের কার্যক্রম যেন দুর্নীতিবাজদের জন্য আতঙ্কের কারণ হয়ে ওঠে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন