টস জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে শেষ ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। অপরদিকে লঙ্কানদের আজকের লড়াই শেষ ৮-এ থেকে বিশ্বকাপ শেষ করার। এমন ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
নিউজিল্যান্ড একাদশ ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
শ্রীলঙ্কা একাদশ পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।