আর্কাইভ থেকে ফুটবল

ভিনি-রদ্রিগোর গোলে শেষ ষোলয় রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা চার ম্যাচের চারটিতেই জয় নিয়ে শেষ ষেলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ব্রাগার বিপক্ষে ঘরের মাঠ বার্নাব্যুতে ৩-০ গোলে জিতেছে স্প্যানিশ ক্লাবটি।

জুড বেলিংহাম খেলতে নামা রিয়াল মাদ্রিদ শুরুতে খায় ধাক্কা। ম্যাচের আগে গা গরম করতে গিয়ে চোট পান রিয়ালের গোলরক্ষক কেপা আরিজাবালাগা। এরপর মাঠে নামেন আন্দ্রি লুনিন।  পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই ঝাঁপিয়ে পড়ে পেনাল্টি ঠেকিয়ে দেন লুনিন।

এরপর ম্যাচের ২৭ মিনিটে শুরুর একাদশে সুযোগ পাওয়া ব্রাহিম দিয়াজ গোল করেন। প্রথমার্ধে ওই গোলে শেষ করে দলটি।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন ভিনিসিয়াস জুনিয়র। গত মৌসুমে ২৩ গোল করা ভিনির চলতি মৌসুমে এটি চতুর্থ গোল।

এরপর গোল করেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। তিনি ম্যাচের ৬১ মিনিটে ব্রাগার জালে বল পাঠান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন