আর্কাইভ থেকে ফুটবল

সাকিবের পক্ষ নিয়ে কড়া জবাব গল টাইটান্সের

অ্যাঞ্জেলো ম্যাথউসকে টাইমড আউটের পর সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা শেষই হচ্ছেনা।  বিশ্বসেরা অলরাউন্ডার লঙ্কান ক্রিকেটারদের কাছে রীতিমতো ভিলেনে পরিণত হয়েছেন।  ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাথউস সরাসরি জানিয়েছিলেন, সাকিবের প্রতি তার সব শ্রদ্ধা শেষ হয়ে গেছে। এটা বাংলাদেশ ও সাকিবের জন্য লজ্জাজনক।

এদিকে লঙ্কান এই সাবেক অধিনায়কের ভাই ত্রিভান ম্যাথিউস তো রীতিমতো হুমকি দিয়েছেন সাকিবকে।  বাংলাদেশের জার্সিতে হোক কিংবা লঙ্কান প্রিমিয়ার লিগ, যেকোন পর্যায়ে সাকিবকে শ্রীলঙ্কায় গেলে তাকে পাথর মারা হবে।

তবে এমন মন্তব্যের একদিন পরেই টাইগার অধিনায়কের পক্ষে দাঁড়ালো লঙ্কা প্রিমিয়ার লিগের দল গল টাইটান্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে দলটি অনুরোধ করে জানিয়েছে, একজনের মন্তব্য কখনোই পুরো দেশের মতামতের প্রতিফলন ঘটায় না। একইভাবে শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না আমাদের দেশের ক্রিকেট ভক্তরা অন্য দেশের ক্রিকেটারকে যেকোন সময় ভালোবাসার সংগেই বরণ করবে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন