অবরোধের সমর্থনে এলডিপির মিছিল
অবরোধের সমর্থনে পুরানা পল্টন মোড় থেকে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মিছিলটি নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২ টায় পুরানা পল্টন মোড় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে অংশ নেন এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির বলেন, শেখ হাসিনার অধীনে এ দেশে আর কোন নির্বাচন হবে না। এটাই হচ্ছে প্রথম ও শেষ কথা। এর বাইরে আর কোন কথা নেই। নিরপেক্ষ নির্বাচন দিতে হাসিনা সরকার ব্যর্থ। এ বছরই তত্ত্বাবধায়ক সরকার আসবে, এ বছরই বর্তমান সরকার বিদায় নেবে। তারপর লেভেল প্লেয়িং ফিল্ডে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।