আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের আফজাল

পটুয়াখালী -১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

রির্টানিং কর্মকর্তা জানান, আগামী ২৬ নভেম্বর উক্ত শূন্য আসনে ভোট গ্রহণের কথা ছিল। যেহেতু একজন মাত্র প্রার্থী মনোনয় পত্র দাখিল করেছেন এবং বাছাইতে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে টিকে গেছেন। তাই আর নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নেই।

গেলো (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পরে নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, গত পহেলা নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৬ নভেম্বর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।

পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ এই তিন উপজেলা নিয়ে পটুয়াখালী ১-আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা ছিল চার লাখ ৭৩ হাজার ২৫৬ জন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন