রাজনীতি

রাজাকারদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

আওয়ামী লীগ একটা অসভ্য দল। কিন্তু রাজাকার–আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (০৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে যারা রাজাকার ও আলবদর নামে পরিচিত ছিল। তারা পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করে দেশ ও নারীদের নিপীড়নের মুখে ঠেলে দিয়েছিল। অথচ আজ তারাই আবার ভোট চাইছে—যা অত্যন্ত দুঃখজনক। “তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?”—প্রশ্ন রাখেন তিনি।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আমরা তাদের মতো আচরণ করি না বলেই তাদের কণ্ঠস্বর এত উঁচু। আওয়ামী লীগ একটি অভদ্র দল, আর তারা একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল।”

এসময় তিনি অভিযোগ করেন, এসব রাজনৈতিক গোষ্ঠী মওদুদীবাদে বিশ্বাস করে। ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না, শুধু বাহ্যিক ধর্মীয় পরিচয় ধারণ করে।

নির্বাচন সামনে রেখে ধর্মীয় আবেগকে উসকে দেওয়ার প্রবণতার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দলের বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ভোট না দিলে জান্নাত–জাহান্নামের কথা বলা হচ্ছে, এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।

তিনি দেশবাসীকে এসব দলের কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন