রূপগঞ্জে পিস্তলসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন, রূপগঞ্জের চনপাড়া ৬ নং ওয়ার্ডের ক্যামেরা মানিকের ছেলে মোঃ নয়ন (২০) ও চনপাড়া ৪ নং ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে মোঃ শাহজাহান (২৫)।
শনিবার (১১ নভেম্বর) রূপগঞ্জের দীঘি বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মিজান।
তিনি জানান, তাদের কাছ থেকে ৩২ বোরের একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এর মধ্যে নয়নের বিরুদ্ধে জোড়া হত্যা মামলাসহ মোট ৬ টি মামলা ও শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলার সহ পাঁচটি মামলা আছে।
এসআই মিজান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।