চলন্ত ট্রাকে আগুন, ব্যবস্থা নেয়া হবে জড়িতদের বিরুদ্ধে
গাজীপুর সদর থানার দক্ষিণখান এলাকায় একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাক গাজীপুর দক্ষিণখান এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় প্রথমে কয়েকজন দুর্বৃত্ত ঢিল ছোড়ে। পরে ট্রাকটি থামালে তারা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ট্রাকটি রাস্তার পাশে রয়েছে। চালক দ্রুত নেমে যাওয়ায় দুর্ঘটনা ঘটেনি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, একটি চলন্ত ট্রাকে প্রথমে ঢিল ছোড়ে। পরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে সিসি টিভি ফুটেজ আছে। সেগুলো যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।