টস জিতে ব্যাটিংয়ে ভারত
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত ও নেদারল্যান্ডস। খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
সোমবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে।
চলতি আসরে এখনো হারের মুখ দেখেনি আয়োজক দেশ ভারত। অপরদিকে নেদারল্যান্ডস দুটি ম্যাচ জিতে বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়নস ট্রফি খেলার স্বপ্ন। তবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ডাচদের জিততে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।