আর্কাইভ থেকে ফুটবল

দুই ব্রাজিলিয়ানের জোড়া গোলে বড় জয় রিয়ালে

দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর জোড়া গোল ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো ব্যার্নাবুতে লা লিগার ম্যাচে ৫-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

শনিবার রাতে ম্যাচের তৃতীয় মিনিটেই দানি কারভাহালের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৪২ ও ৪৯তম মিনিটে জোড়া গোলে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়াস।  ৫০ এবং ৮৪তম মিনিটে জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। আর ৮৮তম মিনিটে একটি গোল শোধ করেন ভ্যালেন্সিয়ার স্প্যানিশ ফরোয়ার্ড হুগো দুরো।

এই জয়ের পরও ১৩ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকলো রিয়াল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জিরোনা। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভালেন্সিয়া।

 

এ সম্পর্কিত আরও পড়ুন