পরিচয় মিলেছে অবরোধের আগের রাতে নাশকতাকারীদের : ডিবি
অবরোধের নামে যারা আগের দিনই জ্বালাও পোড়াও করে গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে তাদের পরিচয় মিলেছে। বলেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।
রোববার (১২ নভেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, শিগগিরই সবাইকে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, যারা এই অবরোধ ডেকেছেন তারা এই বাস পোড়ানো বা নাশকতার দায় তারা এড়াতে পারে না।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে তাদেরও ছাড় দেয়া হবে না।
এদিন দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ আরও কঠোর হচ্ছে। আইনের মধ্যে থেকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে নাশকতাকারীদের বিরুদ্ধে।