বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে যতো টাকা পাচ্ছে বাংলাদেশ
সেমিফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে সেই আশাও দেখিয়েছিল টাইগাররা। তবে এরপরই টানা ছয় ম্যাচ হেরে শেষ হয়ে যায় আশা। ৮ম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সাকিব আল হাসানের দল কেবল বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়নস ট্রফি। এরপর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে আজ রোববার বাংলাদেশে ফিরেছে টাইগাররা।
তবে বিশ্বকাপে এবারের ব্যর্থ মিশন শেষে খেলার বাইরে বড় অঙ্কের প্রাইজ মানি পাচ্ছে বাংলাদেশ দল। এবারের টুর্নামেন্টে প্রথম পর্ব শেষে দলগুলোর মধ্যে অর্থ বণ্টনের হিসাবটা ছিল প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার। আর প্রথম পর্বে খেলার জন্য সব মিলিয়ে পাবে এক লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ প্রথম পর্বে ম্যাচ জিতেছে ২টি ম্যাচ। এই দুই জয়ের জন্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাবে বাংলাদেশ দল। এর সঙ্গে প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য বাড়তি এক লাখ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশি মুদ্রায় বাংলাদেশ দল এবারের বিশ্বকাপ থেকে পাচ্ছে প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)।