আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৪৯ কোটি ছাড়ালো

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে ব্যাপক হারে করোনার সংক্রমণ বেড়েছিল। এখন তা উঠা-নামার মধ্যে রয়েছে। এরই মধ্য দিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৭১ হাজার। তবে করোনা পরিস্থিতি গত দিনের চেয়ে একটু ভালো। কমেছে মৃত্যু ও শনাক্ত। সব মিলিয়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৪৯ কোটি ছাড়িয়েছে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন। এর আগের দিন ছিল ১৪ লাখ ৪১ হাজার ৩৫১ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ৭৪৫ জন। এর আগের দিন ছিল ৩ হাজার ৯৯০ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে ১০ লাখ ৭০ হাজার ৪৩ জন।

বিশ্বজুড়ে আজ শনিবার (১ এপ্রিল, ২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ১ লাখ ৮ হাজার ৬৮১   জন। মারা গেছেন ৬১ লাখ ৭১ হাজার ৪২৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৭৮ জন। 

এ সম্পর্কিত আরও পড়ুন