আর্কাইভ থেকে ক্রিকেট

ছক্কায় নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা

এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এত দিন সবার ওপরে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত প্রোটিয়া ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন রোহিত শর্মা।

আজ বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংসের সপ্তম ওভারে কলিন অ্যাকারম্যানের বলে রোহিত যে ছক্কাটি মেরেছেন, সেটি এ বছরে তাঁর ৫৯তম।

এত দিন সর্বোচ্চ ছিল ডি ভিলিয়ার্সের ৫৮ ছয়, যা তিনি ২০১৫ সালে মেরেছিলেন। ২০১৯ সালে শুবমান গিল মারেন ৫৬টি ছক্কা। ২০০২ সালে ৪৮ ছক্কা মেরে এই তালিকায় চতুর্থ স্থানে শহীদ আফ্রিদি। এ বছরই ৪৭টি ছক্কা মেরে তালিকার পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম।

এছাড়াও বিশ্বকাপের এক আসরে বেশি ছয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন রোহিত। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের এউইন মরগান মেরেছিলেন ২২ ছক্কা। আজ রোহিত মেরেছেন ২৩তম ছক্কা।

এ সম্পর্কিত আরও পড়ুন