আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারের সামরিক বিমান ভূপাতিত করার দাবি বিদ্রোহীদের

মিয়ানমারের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে বিমানটি গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির থাইল্যান্ড সীমান্তবর্তী কায়াহ প্রদেশের বিচ্ছিন্নতাবাদী দল কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।

শনিবার (১১ ভেম্বর)মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন রাষ্ট্রায়াত্ত এমআরটিভিকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। সেটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে সেটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন।

মর্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস’র এক প্রতিবেদনে বলা হয়, জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী দল এবং জান্তাবিরোধী মিলিশিয়াদের সঙ্গে একাধিক ফ্রন্টে মিয়ানমার সেনাবাহিনী লড়াই করছে। এরই মধ্যে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটলো। সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে জাতিগত সংখ্যালঘু বাহিনী এবং বিদ্রোহীরা অভূতপূর্ব সমন্বয়ের সঙ্গে পরিচালিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত,২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

মিয়ানমারের বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্নতাবাদীরা আগে থেকেই সক্রিয় ছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছে জান্তা বিরোধী বিদ্রোহীরা। তারা জান্তা সরকারের পতন চায়।

এ সম্পর্কিত আরও পড়ুন