প্লাস্টিকে মোড়ানো ব্যাগ থেকে উদ্ধার হলো ৬ ককটেল
রাজধানীর মোহাম্মদপুর এলাকার পুরান নবাবপুর রোডে ঘেরাও করে রাখা বাড়ি থেকে ককটেল ও কেরোসিন উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই এগুলো রাখা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যায় র্যাব-৩ এর সদস্যরা ও বোম্ব ডিসপোজাল টিম। এরপর তারা সেখানে কাজ শুরু করে। পরে একটি কালো প্লাস্টিকে মোড়ানো ব্যাগের ভেতর থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘেরাও করে এবং অভিযান শুরু করে। এরপর সেখান থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করা হয়। এগুলো ব্যাগের মধ্যে রাখা ছিল। বোমাসাদৃশ বস্তুগুলো লাল-কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এসব রেখেছিল তা তারা জানতে পারেননি। এছাড়া কাউকে শনাক্ত বা আটকও করতে পারেনি র্যাব।
তবে এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে র্যাবের টিম। তারা এসব সিসি ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়েছে।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান জানান, র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে। এ ঘটনায় কাউাকে আটক করা যায়নি।
র্যাব বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগের তারা পালিয়ে যায়। কারা কী উদ্দেশ্য এসব বিস্ফোরক জড়ো করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।