আর্কাইভ থেকে ক্রিকেট

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে জায়গা পেলেন যারা

বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল।  ফাইনালে উঠার লড়াইয়ের আগে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট।

সেই একাদশে অধিনায়ক করা হয়েছে ভারতের বিরাট কোহলিকে। একাদশে ভারতের সর্বোচ্চ ৪ জন জায়গা পেয়েছেন। দক্ষিণ আফিকা এবং অস্ট্রেলিয়ার আছে ৩ জন করে। বাকি একজন নিউজিল্যান্ডের। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই একাদশে ১২তম খেলোয়াড় শ্রীলঙ্কার। নেই কোন বাংলাদেশি।

দলের ওপেনার হিসেবে আছেন কুইন্টন ডি কক এবং ডেভিড ওয়ার্নার।  ওয়ানডাউনে জায়গা পাচ্ছেন রাচিন রবীন্দ্র।  চারে রাখা হয়েছে বিরাট কোহলিকে। এই স্কোয়াডের অধিনায়কও তিনি।

বিশ্বকাপে দুইবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়েছে। সেই দুই সেঞ্চুরিয়ান এইডেন মার্করাম আর গ্লেন ম্যাক্সওয়েল আছেন এই তালিকায়। মাঝের ওভারে দ্রুত রান তুলতে তাদের জুড়ি মেলা ভার। এর মাঝে ম্যাক্সওয়েল বোলিংয়েও নাম কুড়িয়েছেন। মিডল অর্ডারে এই দুজনের নাম তাই অবধারিতই ছিল।

পেস বোলিং অলরাউন্ডার এবং স্পিন বোলিং অলরাউন্ডার স্লটে আছেন জানসেন এবং রবীন্দ্র জাদেজা।  বোলিংয়ে দুই ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামির জায়গা পাওয়া একেবারেই নিশ্চিত ছিল। দুজনেই ছিলেন ফর্মের তুঙ্গে। আর স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা জায়গা পেয়েছেন একাদশে। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীও এখন পর্যন্ত এই অজি তারকা।

এ সম্পর্কিত আরও পড়ুন