শ্রমিক অসন্তোষ: ইইউ প্রতিনিধি দলকে যা জানালেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
‘শ্রমিক আন্দোলনের জন্য সরকার মোটেও দায়ী নয় এবং সব ঘটনাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সাধারণ নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় এমন একটি গোষ্ঠী নিরীহ শ্রমিকদের ব্যবহার করছে।মানবাধিকার, শ্রম অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সাক্ষাতকালে তাদেরকে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়েনের এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস পাওলা পাম্পালোনি।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং ইইউ ইন্টারনাল অ্যাফেয়ার্সের ডিরেক্টরেট জেনারেল লরা কোরাডো উপস্থিত ছিলেন। এসময় মুখ্য সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন যাত্রায় ইইউ-এর অসামান্য সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন,‘ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের আসছে সাধারণ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে। শেখ হাসিনা সরকার স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা চালু করেছেন এবং নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন করেছেন বলে তাদের জানানো হয়েছে।’
তোফাজ্জেল হোসেন মিয়া বলেন,‘এখন প্রধান বিচারপতির নেতৃত্বে প্যানেল বিচারকদের দ্বারা নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশ মানবাধিকার, শ্রম অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সম্প্রতি তৈরি পোশাকশিল্পে শ্রমিক আন্দোলনের বিষয়ে ইইউ প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন,‘শ্রমিক আন্দোলনের জন্য মোটেও সরকার দায়ী নয় এবং সব ঘটনাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সাধারণ নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় এমন একটি গোষ্ঠী নিরীহ শ্রমিকদের ব্যবহার করছে।’
প্রসঙ্গত,বাংলাদেশের তৈরিপোশাক শিল্পে শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী কতটা অগ্রগতি হয়েছে তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল রবিবার(১২ নভেম্বর)ঢাকা সফরে এসেছেন। প্রতিনিধি দলটি বাংলাদেশে পাঁচদিন অবস্থান করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধি দলের কর্মসূচি প্রকাশ না করলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রতিনিধিদলটি শ্রমসচিব, পররাষ্ট্রসচিব ও বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠক করবেন। আসছে বুধবার(১৫ নভেম্বর) তিন সচিবের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।এছাড়াও,ইউরোপীয় ইউনিয়নের ওই প্রতিনিধি দলটি আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে বলে কূটনৈতিক একাধিক সূত্র বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছে।