বিশ্বকাপে ৯ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো ব্রাজিল
ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হার দিয়ে র মিশন শুরু করলেও ভালো ভাবে ঘুরে দাঁড়িয়ে। নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ৯ গোলের বড় জয় পেয়েছে তারা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ ক্যালেডোনিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের ২৮তম মিনিটে প্রথম জালের দেখা যায় সেলেসাওরা। এরপর ম্যাচের ৩৯, ৪৪, ৪৬, ৫১, ৫৫, ৬১, ৮৬ ও ৯৪তম মিনিটে গোল করে নেইমারের উত্তরসূরিরা।
ব্রাজিলের পরের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড।