তফসিল পরবর্তী নাশকতা ঠেকাতে প্রস্তুত নিরাপত্তা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী
তফসিল ঘোষণার পর বিএনপি যাতে কোনো নাশকতা করতে না পারে সেজন্য নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (১৫ নভেম্বর) বিশ্ব ইজতেমার দুই পক্ষের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি বলেছে নির্বাচন কমিশনে আগুন লাগাবে, তফসিল অফিসে আগুন লাগাবে, সংখ্যালঘুদের বাড়িতে আগুন দিবে, তাই এখন অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী দক্ষ। যেকোনো ধরণের নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত রয়েছে। নির্বাচনের ঘোষণা আসলে পুলিশ বাহিনী ইসির অধীনে যাবে। তারা সুষ্ঠু ভোট করতে দক্ষ।