আর্কাইভ থেকে বাংলাদেশ

মোমেন-ব্লিংকেন বৈঠক আজ

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বৈঠক করবেন আজ। সোমবার (৪ এপ্রিল) ওয়াশিংটনে বৈঠকে বসছেন তারা।

জো বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই সশরীরে দ্বিপাক্ষিক প্রথম বৈঠক হতে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনে এ বৈঠকে র‌্যাব ও এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞাসহ বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হবে। আবারও বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়টিও বৈঠকে তোলার কথা রয়েছে।

গেলো শনিবার (২ এপ্রিল) রাতে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ঢাকা থেকে রওনা দিয়ে রোববার (৩ এপ্রিল) সকালে ওয়াশিংটন পৌঁছেন। আইএডি বিমানবন্দরে তাদের স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন