তফসিল ঘোষণা হলেও সমঝোতা হতে পারে: চুন্নু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর গণমাধ্যমে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তফসিল ঘোষণা হলেও সমঝোতার আশা ছাড়িনি।’
চুন্নু বলেন, ‘আমরা আশা করেছিলাম, সব দলকে নিয়ে মিলেমিশে আলোচনার মাধ্যমে একটি পথ বের করা হবে। আমরা অনুরোধও করেছিলাম, এটি হলে ভালো হতো। তবে তফসিল ঘোষণা হলেও এখনো সময় আছে। আলোচনা-সমঝোতার বিষয়ে এখনো আশা ছাড়িনি।’
মুজিবুল হক বলেন, সরকারি দল আলোচনার উদ্যোগ নিতে পারে। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। তারা চাইলে সমঝোতার জন্য তফসিল পেছাতে পারে।
বুধবার সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।