আজকের দিন খুব আনন্দের দিন : কাদের
আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ ৪৩ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আজকের দিন খুব আনন্দের দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে স্বাগত জানাই। বললেন প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার সন্ধ্যায় ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা পরবর্তী এক সংবাদ সম্মেলনে দলীয় প্রতিক্রিয়া ব্যক্তকালে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, আগামী ১৭ তারিখ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে মনোনয়ন প্রত্যার্শীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, সে বিষয়ে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবো। আমরা বিস্তারিত আমাদের ঢাকা জেলা অফিসে পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলন করব আগামীকাল বেলা ১১টায়। এ সময় ওবায়দুল কাদের দেশবাসীকে ভোট দেয়ার আহ্বান জানান।