আল-শিফা হাসপাতালে ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার হামলা চালিয়েছে ইসরায়েল
গাজা শহরের পশ্চিমে আল-শিফা হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী।
স্থানীয় সময় বুধবার রাতে এ হামলা চালায় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।
স্থানীয় সূত্র জানিয়েছে যে আজ রাতে ইসরায়েলি বুলডোজার এবং ট্যাঙ্কগুলি মেডিকেল কমপ্লেক্সে তার পশ্চিম প্রবেশদ্বার থেকে হামলা চালায়।
গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি ট্যাঙ্কগুলো সামরিক ট্যাঙ্ক নিয়ে আল-শিফা হাসপাতাল ঘিরে রেখেছে।
এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা।