হরতালে থমথমে ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার সন্ধ্যা ৭টায় ঘোষণার পর থেকে এর বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। তফসিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দেশব্যাপী হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ।
মিছিল শেষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দেয় সংগঠনটি।
অবরোধ হরতালের কারণে জনগণের স্বাভাবিক জীবন-যাপন যাতে ব্যাহত না হয়, তাই রাজধানীসহ সারাদেশে সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী সরব উপস্থিতি রয়েছে।
রাজধানীর প্রবেশমুখগুলোতে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। সন্দেহজনক মনে হলে করা হচ্ছে তল্লাশি।
তবে আজ রাজধানীতে এখন পর্যন্ত অপ্রত্যাশিত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ এবং গণতন্ত্র মঞ্চের হরতাল কর্মসূচি চলছে। রাজধানীতে দূরপাল্লার বাস স্বাভাবিকের চেয়ে কম প্রবেশ করতে দেখা গেছে। চারদিকে বিরাজ করছে থমথমে পরিবেশ। তবে রাজধানীর মধ্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে।