দক্ষিণ আফ্রিকা ‘হাঁসফাঁস’ অবস্থার পর কলকাতায় বৃষ্টি
সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২৪ রানেই ৪ উইকেট হারিয়ে হাঁসফাঁস করছে দক্ষিণ আফ্রিকা।
তবে এরপরই হানা দিয়েছে বৃষ্টি।
খেলায় প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই ফিরে যান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর ষষ্ঠ ওভারে ১৪ বলে মাত্র ৩ রান করে ফেরেন কুইন্টন ডি কক। ১১তম ওভারে ১০ রান করে ফেরেন মার্করাম। ৩১ বল খেলে ক্রিজে থিতু হবার চেষ্টা করেছিলেন ডুসান। তবে টিকতে পারেননি মাত্র ৬ রান করে ফিরে গেছেন।
এরপর ১৪ ওভার শেষে দলীয় ৪৪ রান থাকা অবস্থায় হানা দেয় বৃষ্টি। যার জন্য খেলা এখন বন্ধ।