বাংলাদেশের জালে অস্ট্রেলিয়ার ৭ গোল
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে হার দেখলো বাংলাদেশ।
অলিম্পিক বুলেভার্ডে ম্যাচের চতুর্থ মিনিটেই গুডউইনের ফ্রি কিক থেকেই হেড করে গোল করেন হ্যারি সুটার। অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোলটি করেন ব্রেন্ডন বরেলো। অফসাইড ট্র্যাপ ভেঙে কনর মেটকাফে যে কাট ব্যাকটি করেছিলেন, সেটি থেকে গোল করেন বরেলো। ৩৭ মিনিটে আসে তৃতীয় গোল। উচ্চতা ব্যবহার করেই বাংলাদেশের ডিফেন্ডারদের মধ্যে দাঁড়িয়েই বরেলোর ক্রস থেকে হেড করে গোল করেন মিচেল ডিউক। অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে এগিয়ে নেন ওই ডিউকই। প্রথমার্ধে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ৪-০ গোলেই।
দ্বিতীয়ার্ধে তিন খেলোয়াড়কে বদল করে নামে অস্ট্রেলিয়া। ৪৭ মিনিটে এক বদলি খেলোয়াড়ই দলকে ৫-০ গোলে এগিয়ে নেন। জর্ডান বসের পাস থেকে গোল করেন ম্যাকলারেন। দলের ষষ্ঠ আর সপ্তম গোলটি করে হ্যাটট্রিক পূরণ করেন ম্যাকলারেন। তিনি তাঁর দ্বিতীয় গোলটি করেন ৭০ মিনিটে। ৮৪ মিনিটে তিনি পূরণ করেন নিজের হ্যাটট্রিক। ম্যাচের একেবারে শেষ দিকে আসে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি। পেনাল্টি ঠেকান গোলকিপার মিতুল মারমা।