ইসির নেটওয়ার্ক সার্ভিস বন্ধ
সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নেটওয়ার্ক, সার্ভার কেন্দ্রিক সার্ভিসসমূহ বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ ১০ম তলায় অবস্থিত। এ সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে।
অস্থায়ী কক্ষ হতে স্থানান্তরের কাজ চলাকালীন সময়ে সার্ভার, র্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করা হবে।
এজন্য বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা হতে শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত নেটওয়ার্ক সার্ভিস বন্ধ থাকবে বলেও জানায় নির্বাচন কমিশন।
এএম/