আর্কাইভ থেকে বাংলাদেশ

পদ্যত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদ্যত্যাগ করবেন না। গেলো সোমবার (৪ এপ্রিল) তিনি দলের জ্যেষ্ঠ সদস্যদের এ তথ্য জানান।

তিনি রাজনৈতিক দলগুলোকে বলেন, প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন না তিনি। কিন্তু পার্লামেন্টে ১১৩টি আসন ধরে রাখতে পারবে যে দল, তাদের কাছে সরকার ক্ষমতা হস্তান্তর করবেন। সূত্র: শ্রীলঙ্কান ডেইলি মিরর।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) প্রথমবারের মতো সংসদের অধিবেশন বসছে। এতে কোন দল ১১৩ বা তার চেয়ে বেশি আসন ধরে রাখে, তা দেখার জন্য ভোট নেয়া হবে।

যদিও প্রেসিডেন্ট ও সরকারকে পদত্যাগ করার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে, গতকাল প্রেসিডেন্ট রাজাপাকসে ক্রমাগত রাজনৈতিক বৈঠক করেছেন।

এসএলপিপি এখন ১১৩টি আসন ধরে রাখার চেষ্টা করছে, তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে সরকার চলতে পারবে এবং মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।

সরকার যদি আজ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তার জন্য স্পিকারের কাছে প্রস্তাব দেয়া হবে এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দলের কাছে সরকার ক্ষমতা হস্তান্তর করা হবে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন