আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানের প্রধান কোচ মোহাম্মদ হাফিজ

বিশ্বকাপ-ব্যর্থতার পর দ্রুতই পাকিস্তান দলের কোচিং স্টাফে আসে ব্যাপক রদবদল। সেই রদবদলের অংশ হিসেবে মিকি আর্থারকে সরিয়ে আগেই দলের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে।

এবার প্রধান কোচের দায়িত্বও পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে দলের পরিচালকের পাশাপাশি প্রধান কোচ হিসেবেও কাজ করবেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দলের পরিচালক ও প্রধান কোচের দায়িত্ব একজনকেই দেবে পিসিবি। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একত্রে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সাবেক এই অলরাউন্ডার।

দুই বছর আগেই পাকিস্তানের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৩ বছর বয়সী হাফিজ। কোচিংয়ে আগের কোনো অভিজ্ঞতা নেই তার। কিন্তু পাকিস্তানের বর্তমান টিম ম্যানেজমেন্টের দাবি, দলের পরিচালক ও প্রধান কোচের জন্য দুটি আলাদা পদের প্রয়োজন নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন