আর্কাইভ থেকে বাংলাদেশ

বয়স পেছনে ফেলে আশরাফুলের শতক

বয়সটা ৩৭, তবে এখনো দাপট দেখিয়েই খেলে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২১-২২ এ খেলছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে, দিচ্ছেন নেতৃত্বও। প্রথম ৬ ম্যাচে কেবল ১ ফিফটি পাওয়া আশরাফুল ৭ম ম্যাচে এসে পেলেন সেঞ্চুরির দেখা।

মঙ্গলবার (৫ এপ্রিল) সপ্তম রাউন্ডে ব্যাট হাতে অনবদ্য এক সেঞ্চুরি করেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক আশরাফুল। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এই শতকটি লিস্টে এ ফরম্যাটে তার ক্যারিয়ার সেরা।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ১৩৯ বলে ১৬টি বাউন্ডারি ও একটি ছক্কায় অপরাজিত ১৪১ রানের অনবদ্য এক ইনিংস বেরিয়ে এসেছে আশরাফুলের ব্যাট থেকে। লিস্ট 'এ' ক্যারিয়ারে এটিই তার সেরা ইনিংস। ৭৭ বলে অর্ধশত করা ব্রাদার্স অধিনায়ক সেঞ্চুরি ছুঁয়েছেন ১১০ বলে। এটি তার লিস্ট 'এ' ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি। সেইসঙ্গে ক্যারিয়ারের সেরা ইনিংসও। এর আগের রেকর্ডটি ছিল ১২৭ রানের।

মোহাম্মদ আশরাফুলের সঙ্গে মাইশুকুর রহমানের হাফসেঞ্চুরি ও লঙ্কান চতুরঙ্গা ডি সিলভার ২৫ বলে ৫১ রানের ঝড়ে ব্রাদার্সের দেয়া ৩১০ রানের টার্গেটে ব্যাট করছে রূপগঞ্জ টাইগার্স।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন