আর্কাইভ থেকে জাতীয়

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ (তালিকা)

সারাদেশের অধস্তন আদালতে প্র্যাকটিস করতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দিনগত রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে ৬ হাজার ২২৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। বেশ কিছু কারণে ৭ জন পরীক্ষার্থীর ফলাফল পেন্ডিং রাখা হয়েছে।

জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় ৩৯ হাজার ১৯৮ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ৩৪ হাজার ৬৪২ জন পরীক্ষা দিয়েছেন। এনরোলমেন্টের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।

উল্লেখ্য, তিন ধাপের নৈবর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা  সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

►বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখতে ক্লিক করুন

এ সম্পর্কিত আরও পড়ুন