আর্কাইভ থেকে আওয়ামী লীগ

আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোরশেদ আলম

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ মোরশেদ আলম। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য এবং সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন পাওয়ার শতভাগ আশা প্রকাশ করে মোরশেদ আলম বলেন, আমি গেলো দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। প্রধামন্ত্রীর সহযোগিতায় সেনবাগে ব্যাপক উন্নয়ন করেছি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে সেনবাগে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা ঠিক রেখেছি।

তিনি আরও বলেন, গেলো ১০ বছরে সেনবাগে কোনো খুন, দাঙ্গা-হাঙ্গামা হয়নি। সেই হিসেবে আমি আশা করছি এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন। সংসদ সদস্য হলে সেনবাগে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারব।

এর আগে, এদিন সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গেলো ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

এ সম্পর্কিত আরও পড়ুন