খান ইউনিসে ফিলিস্তিনিদের নতুন সতর্কবার্তা ইসরায়েলের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের বাসিন্দাদের দ্রুত পশ্চিমাঞ্চলের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল বাহিনী।শনিবার (১৮ নভেম্বর)ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শহরটিতে হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি সেনারা শিগগিরই হামলা চালাবে বলে সতর্কবার্তায় বলা হয়েছে।
প্রতিবেদেনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে অবস্থানরত ফিলিস্তিনিদের জন্য একটি নতুন সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। বাসিন্দাদের দ্রুত শহর ত্যাগের নির্দেশ দিয়েছে তাদের সেনাবাহিনী। রণক্ষেত্র ছেড়ে তাদেরকে গাজার পশ্চিমে সরে যেতে বলা হয়েছে। বলা হচ্ছে, সেখানে তাদের জন্য মানবিক সহায়তা রয়েছে।
প্রসঙ্গত,কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ি আল আকসা মসজিদের অপবিত্রতা এবং কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি নৃশংসতার প্রতিক্রিয়া হিসেবে স্থল, আকাশ ও সমুদ্রপথে তারা নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। দীর্ঘ ১৬ বছর ধরে গাজায় অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। শুধু তাই নয়, গত বছর থেকে ফিলিস্তিনের পশ্চিমতীরের শহরগুলোতে সামরিক অভিযান দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ফিলিস্তিনিদের ভূখন্ডে ইসরায়েলের অবৈধ বসতি বৃদ্ধিসহ নানা বিষয়ে ক্ষুব্ধ হয়ে রকেট হামলা চালায় হামাস। আর এর জবাবে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থলহামলায় এ পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।
অন্যদিকে, হামাসের হামলায় নিজেদের এক হাজার ২০০ লোক নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলের। আর তাদের হাতে বন্দি হয়েছে আরও ২৪০ জনের বেশি ইসরায়েলি নাগরিক।