আর্কাইভ থেকে বিনোদন

মিস ইউনিভার্স জিতলেন নিকারাগুয়ার শেনিস

নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায় ‘মিস ইউনিভার্স-২০২৩’- এর মুকুট উঠেছে। রোববার (১৯ নভেম্বর) সকালে এল সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় জমকালো এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজয়ী শেনিসের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। জানা গেছে, শেনিসই প্রথম নিকারাগুয়ান যিনি মিস ইউনিভার্স জিতেছেন। সাদা-নীলের মিশেলে নকশা করা গাউন পরে এদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন ও প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।

‘মিস ইউনিভার্স’-এর এবার ৭২তম আসর অনুষ্ঠিত হলো। এতে ৯০টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে খবরে জানা গেছে।

পাকিস্তান এ বছর প্রথমবারের মতো মিস ইউনিভার্সের আসরে অংশ নেয়। অন্যদিকে ভারত থেকে এতে শ্বেতা শারদা, তিনি সেরা ২০-এ পৌঁছেছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন