আর্কাইভ থেকে বাংলাদেশ

দুইদিনে ফরম বিক্রি করে আওয়ামী লীগ আয় করলো কত কোটি টাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১২১২টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ১১৮০ জন। আর অনলাইনে মনোনয়ন ফরম কিনেছেন ৩২ জন। গেলো শনিবার প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আর এ দুই দিনে মনোনয়ন ফরম বিক্রি করে দলটিন আয় হয়েছে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকা।

রোববার (১৯ নভেম্বর) বিকেল সোয়া ৫ টায় সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, দ্বিতীয় দিনে এক হাজার ১৮০টি ফরম মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করেছেন। এছাড়া অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন আরও ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে এক হাজার ২১২টি।

এসময় বিপ্লব বড়ুয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, এই দুইদিনের তুলনায় আরও বেশি বা সমকক্ষ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রথম আওয়ামী লীগই অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এটি জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুইদিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই সংখ্যাটি কম নয়।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন