ললিত মোদিকে বিয়ে, যা বললেন সুস্মিতা সেন
আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের প্রেম নিয়ে গেলো বছর তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। এমনও শোনা গিয়েছিল গোপনে নাকি বিয়ে করে ফেলেছেন তারা। এবার এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুললেন সুস্মিতা।
তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কি ললিতকে সত্যিই বিয়ে করতে চেয়েছিলেন? জবাবে সুস্মিতার সাফ জবাব, যদি আমি কাউকে বিয়ে করতে চাই, তাহলে তাকেই বিয়ে কররো। চেষ্টা করতে যাব না। আমি যা করব ভাবি করি, না করার হলে কেউ বললেও কররো না।
সুস্মিতা জানান, আমার বিষয়ে এতো লেখা পড়ে আমি প্রথমে মজাই পেয়েছিলাম। তবে কাউকে ‘গোল্ড ডিগার’ বলার আগে সত্যিটা তো জেনে নিতে হবে। আমি হিরে বেশি ভালোবাসি, সোনা নয়! আর আমার যদি কাউকে বিয়ে করার ইচ্ছা হতো, তা হলে আমি এতো দিনে বিয়ে করেই ফেলতাম। আমি চেষ্টায় বিরতি দিই না। আমি হয় কাজটা করি, না হলে করি না।
সুস্মিতা এক সাক্ষাৎকারে এ-ও বলেন, আমি এতো দিন ধরে ক্যামেরার সামনে জীবন কাটিয়েছি যে, এখন আর এই ধরনের কথা শুনলে আমার কিছু যায় আসে না। আমি মানুষের ভালোবাসাও পেয়েছি, তার সঙ্গে এমন তকমাও জুটেছে আমার কপালে। আমি সেটাও মেনে নিয়েছি। তবে তার মানে এটা নয় যে, তাঁদের ধারণার মাধ্যমে আমার চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়।’
উল্লেখ্য, সেই সময় ললিতের পোস্টের যখন চর্চা শুরু হয়, তখনও মুখ খুলেছিলেন সুস্মিতা সেন। ক্ষোভ উগরে জানিয়েছিলেন, তার আঙুলে কোনও আংটি নেই। তাহলে কীভাবে সকলে বলতে পারেন তার বিয়ে হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুস্মিতা জানিয়েছেন, মিমস বেরচ্ছিল দারুণ দারুণ। মজা পেয়েছিলাম।
তবে মজা পেলেও তাকে ‘গোল্ডডিগার’ অর্থাৎ অর্থলাভের জন্য প্রেম করছেন, এমন খোঁচা মারাটা যে তিনি ভালোভাবে নেননি তা পরিষ্কার করে জানিয়েছেন এ সুন্দরী। বলেছেন, আমি সোনা নয়, হিরে ভালোবাসি। তবে, ওটা একটা অন্য সময়, অন্য অভিজ্ঞতা ছিল। এমনটা হয়েই থাকে।
সুস্মিতাকে সম্প্রতি তার প্রেমিক রহমানের সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি অভিনেত্রী।