দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল
সরকার পতনের একদফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ।
সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিকের তুলনায় গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা একেবারে কম। গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের।
এর আগে রোববার (১৯ নভেম্বর) হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জামালপুরে আন্তঃনগর ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার বিকাল পর্যন্ত ১৫টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহাখালী বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
হরতালের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ‘ঝটিকা’ মিছিল করেছে বিএনপি। রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগর সড়কে বিক্ষোভ মিছিল করেছে সমমনা দল ও জোটগুলো। এছাড়া জামায়াতও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর পুরানা পল্টন, বিজয় নগর, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের সামনে, সায়েন্স ল্যাবরেটরির সামনে, তেঁজগাও রেল স্টেশন সড়ক, তেঁজগাও শিল্পাঞ্চল সড়ক, বাড্ডা, ফকিরাপুল, গ্রীন রোড প্রভৃতি সড়কে এসব কর্মসূচি হয় পালন করে বিরোধী রাজনৈতিক দলগুলো।
এদিকে সকালে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
এদিকে হরতালের প্রথম দিনে সকাল থেকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস তেমন ছাড়েনি। যাত্রীর অপেক্ষায় টার্মিনালের কাউন্টারগুলো। দু-একটি বাস দীর্ঘক্ষণ পরে ছাড়ে। রাজধানীতে হরতালের প্রভাব তেমন না পড়লেও গণপরিবহন চলাচল ছিল কম। হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন।
এদিকে ৪৮ ঘণ্টা হরতাল শেষে একদিন বিরতি দিয়ে বুধবার থেকে আবার ৪৮ ঘণ্টা অবরোধ দেয়ার চিন্তা করছে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনটির হরতাল কর্মসূচির শেষদিন আজ বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আবার অবরোধ কর্মসূচি দেয়ার চিন্তা করছে বিএনপির হাইকমান্ড। সরকার পদত্যাগের একদফার দাবি মেনে না নেয়া পর্যন্ত চলমান কঠোর কর্মসূচি থেকে পিছু হটবে না বিএনপি।
উল্লেখ্য, গেলো ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পর সরকারের পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যা শেষ হয় গেলো শুক্রবার ভোরে। এরপর একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারাদেশে সর্বাত্মক অবরোধ ডাকে বিএনপি।