আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বে করোনায় শনাক্ত ১২ লাখ, মৃত্যু ৩ হাজার

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্ত কিছুটা কমতে ‍শুরু করেছে। বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ১২ লাখ ২ হাজার ৫৯৮ জন।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫৭৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৯০ হাজার ৮৫৩ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ১২ লাখ ২ হাজার ৫৯৮ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৫০ লাখ ৩৪ জার ৬১২ জনে।

এদিকে, গেলো ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ২৪৩ জন এবং কদেশটিতে মৃত্যু হয়েছে ৩৭১ জনের। আর যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১১৮ জন।

আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— জার্মানিতে নতুন আক্রান্ত ২ লাখ ৪ হাজার ৯৩০ জন, মৃত ৩৩৩ জন, রাশিয়া মৃত ২৯১ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ৬৬১ জন, ফ্রান্স মৃত ১২৮ জন, নতুন আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ২৫০ জন, ইতালি মৃত ১৫০ জন, নতুন আক্রান্ত ৬৯ হাজার ২৭৮ জন, ব্রাজিল মৃত ১৯৬ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ১২০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন