অস্ট্রেলিয়ার ২ জনকে নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ
ভারতকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। তবে ফাইনাল হারলেও আইসিসির ঘোষিত টুর্নামেন্টের সেরা একাদশে আধিপত্য রোহিতদের। রানার্স-আপ দল ভারতের ৬ ক্রিকেটার জায়গা পেয়েছে এই সেরা একাদশে।
এছাড়া চ্যাম্পিয়ন অজিদের দুজন, শেষ চার থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের একজন করে এবং গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া শ্রীলঙ্কার একজন এই একাদশে জায়গা পেয়েছেন। আর ১২তম ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন প্রোটিয়া পেসার জেরার্ড কোয়েৎজি।
সেরা একাদশে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। চ্যাম্পিয়ন থেকে গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা জায়গা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক এবং কিউইদের থেকে ড্যারিল মিচেল সেরা একাদশে জায়গা পেয়েছেন।
শেষ চারে না খেলা হলেও আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা।
একাদশ : কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ শামি।