পানির কারণেই ডায়েরিয়ার প্রকোপ বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ভালো রাখতে হলে দেশের পানি, বায়ু ও মাটিকে ভালো রাখতে হবে। পানির কারণেই ডায়েরিয়ার প্রকোপ বেড়েছে। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, রাজধানী ঢাকায় দেড় কোটিরও বেশি লোক বসবাস করে। তাদের মধ্যে অনেকেই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে থাকেন। এতে বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ হচ্ছে।
তিনি বলেন, খাদ্যে ভেজালের কারণেও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর স্বাস্থ্য ভালো থাকলে, প্রাণী ভালো থাকবে।