যেভাবে জানা গেল জায়েদ খানের হাতঘড়ির দাম
ঢালিউডের ‘আলোচিত’ অভিনেতা জায়েদ খান বর্তমানে নানা ইভেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্র নিয়ে ব্যস্ত না থাকলেও স্টেজ শোতে তার রয়েছে দারুন চাহিদা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে পারফর্ম করে দেশে ফিরেছেন। এখন বিভিন্ন অনুষ্ঠানেও তার সরব উপস্থিতি রয়েছে। এসব অনুষ্ঠানে ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়ক মাঝে মাঝে অবশ্য হাস্যকর কর্মকাণ্ড করে বসেন। আর নেটিজনদের আলোচনায় থাকেন।
বিভিন্ন সময়ে মূল্যবান পোশাক পরে সেগুলো সম্পর্কে মন্তব্য করে নিজেকে আলোচনায় রেখেছেন জায়েদ খান।তারপরও নিজের হাতে পরা রোলেক্স মডেলের ঘড়িটির দামও জানাননি তিনি।অবশেষে ওই ঘড়ির দামও মুখ ফসকে বলে দিয়েছেন এক অনুষ্ঠানে।
সোমবার (২০ নভেম্বর)নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে এটি স্পষ্ট হয়। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র প্রচারে তাকে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়,দর্শকদের কাছে সিনেমার নাম প্রচার করার জন্য দায়িত্ব দেন তার পাশে বসা মারজুক রাসেলের ওপর। মারজুক রাসেল এসময় সিনেমার নাম ভাইরালের দায়িত্ব দেন পরিচালক-অভিনেতা আশুতোষ সুজনের কাঁধে। তিনি এই দায়িত্ব নিতে অপরাগতা স্বীকার করে অভিনেতা নাসিরউদ্দিন খানকে এই দায়িত্ব নিতে বলেন। নাসিরউদ্দিন নিজেকে এ ব্যাপারে ‘শিশু ভাইরাল’ দাবি করেন এবং অভিনেতা জয়কে বলেন দায়িত্ব নিতে। এরপর জয়ের কাছে ক্যামেরা আসতেই জয়কে বলতে শোনা যায়,ভাইরালের দাদা জায়েদ খান এই সিনেমার নাম ভাইরাল করতে পারবেন। উঠে আসে জায়েদ খানের ডিগবাজির বিয়টি। জায়েদ তখন নিজের হাতের ঘড়ি খুলে জয়ের হাতে দেন। বলেন,‘রোলেক্স রোলেক্স! সাবধানে সাবধানে।’ জয় তখন বলেন ‘দাম কত।’ তখন জায়েদ মুখ ফোঁসকে বলেই ফেলেন ‘২৬ লাখ ২৬ লাখ।’
ঘড়িটি জয়ের হাতে দেন জায়েদ খান। এরপরই দুটি ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের স্ট্যান্ডে বসে পড়ে বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’ দেখতে সবাইকে ৩০ নভেম্বর চোখ রাখুন। নয়তো ডিগবাজি দিয়ে যেকোনো সময় যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে পড়বো।’