সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন
সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানায়, রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটির সিলেট স্টেশন ত্যাগ করার কথা ছিল। কিন্তু এর আগে রাত সাড়ে নয়টার দিকে একটি বগিতে আগুন দেখতে পেয়ে লোকজন ছোটাছুটি শুরু করেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে অন্য বগিগুলো সেখান থেকে সরিয়ে নেয়া হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে বলেন, ট্রেনের বগিতে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।