আর্কাইভ থেকে ক্রিকেট

ছয় বছরের জন্য নিষিদ্ধ স্যামুয়েলস

আবুধাবির টি-টেন ক্রিকেট লিগে খেলার সময় দুর্নীতিবিরোধী ৪টি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে আবারও নিষেধাজ্ঞার কবলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মারলন স্যামুয়েলস। এবার ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। ১১ নভেম্বর ২০২৩ থেকে কার্যকর হয় এই নিষেধাজ্ঞা।

এ ব্যাপারে আইসিসির মানবসম্পদ ও নৈতিকতা বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘স্যামুয়েলস প্রায় দুই দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। এ সময়ে সে দুর্নীতিবিরোধী অনেক কর্মশালায় অংশ নিয়েছে এবং ভালো করেই জানত, এই নীতির অধীনে কী কী বাধ্যবাধকতা আছে।’

আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভেঙেছেন স্যামুয়েলস।উপহার, অর্থ, আতিথেয়তা বা অন্য সুবিধা নেয়া এবং এ সকল তথ্য আকসুর কর্মকর্তাকে না জানানোয় বা জানাতে দেরি করায় এসব ধারা ভঙ্গ হয়।

এবারই প্রথম নয়, এর আগেও দুর্নীতির অভিযোগে সাজা পেয়েছিলেন ৪২ বছর বয়সী এই ক্রিকেটার। ২০০৮ সালে এমন অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো তাকে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের ওয়ানডে ম্যাচের তথ্য বাইরে পাচার করতে গিয়ে ধরা পড়েন।

এ সম্পর্কিত আরও পড়ুন