আর্কাইভ থেকে ক্রিকেট

২ জন সাংবাদিককে নিয়ে সূর্যকুমারের সংবাদ সম্মেলন

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এ সিরিজে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। সেই ম্যাচের আগে কাল বুধবার সূর্যকুমার সংবাদ সম্মেলন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন কেবল দুজন সাংবাদিক।

আর এই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েডের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না একজনও। শেষ পর্যন্ত ওয়েডের সংবাদ সম্মেলন বাতিল হয়ে যায়।

বিশাখাপট্টনমে সংবাদ সম্মেলনে এসেই সূর্যকুমার বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মাত্র দুজন?’ এরপর ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেন। অন্য দিনগুলোতে ভারতীয় অধিনায়ককে যেখানে প্রশ্নবাণে জর্জরিত করার চেষ্টা করা হয়, সেখানে কাল সূর্যকুমারের সংবাদ সম্মেলনে অস্বস্তিদায়ক কোনো প্রশ্ন করা হয়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন