কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার ভবনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিক ঢাকা ডেমরা এলাকার মৃত অঅব্দুল মান্নাফের ছেলে হামিদুর রহমান (২৮)। সে ওই কারখানার পূর্ণ সংস্কারের কাজ করতো।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আনুমানিক সকাল ৯ টার দিকে উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ডমিল এলাকায় পোশাক তৈরি কারখানায় ৬ তলার ভবনের ছাদ থেকে পড়ে হামিদুরের মৃত্যু হয়।
কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দরা বোর্ডমিল এলাকায় লিডা ফ্যাশন এন্ড ডাইং লিমিটেড নামের একটি পোষাক কারখানায় ভবন মেরামতের কাজ চলছিল। বৃহস্পতিবার সকালের দিকে কারখানার ৬ তলা ভবনের ছাদে দিয়ে কাজ পরিদর্শন করতে যান হামিদুর রহমান। এসময়ে পা পিছলে ৬ তলা ভবনের ছাদ থেকে নীচে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) মো. রাফসান মোল্লা জানান, একটি কারখানা শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।